Thursday, October 13, 2022

ভালোবাসি তাই



ভালোবাসি তাই
... ঋষি 

যখন দেখি ভালোবেসে এক বৃদ্ধা তার স্বামীর হাত ধরে রাস্তা পার করে
যখন দেখি ভালোবেসে এক তরুন ঘামে ভেজা তরুনীর মুখ নিজের রুমাল দিয়ে মুছিয়ে দেয়
যখন দেখি ভালোবাসা ধর্ম পেরিয়ে মানুষকে ভালোবাসে
যখন দেখি ফাঁকা রাস্তায় কোন পথিক পথ হারিয়ে ঈশ্বরের বদলে তার ভালোবাসাকে ফোন করে
তখন মনে হয় আমরা আছি বেঁচে।
.
প্রতিদিনকার ঘুমের ওষুধ, পার্সের ভিতর লূকোনো প্রেমিকার মুখ
বুকের খাঁজে আটকানো হাজারো প্রতিশ্রুতি
সেই বহুদিন আগে দাঁড়িওয়ালা সেই ভদ্রলোকের গানটা
" আয় আরেকটি বার আয় রে সখা প্রানের মাঝে আয় "
শুনলে মনে হয় এই তো বেশ ভালো আছি
ভালোবাসি।
.
সব প্রশ্নের উত্তর ফুরিয়ে যায়
সব পাখি ঘরে ফিরে আসে
কিন্তু ঘর শব্দটা একটা লুকোনো ধাঁধা মানুষের মনে
ঘরের স্বপ্নে তুমি বুক হাতড়াও একলা বিছানায়
ঘরের স্বপ্নে আমি রাত জাগি ক্লান্ত কবিতায়
তবু কথা ফুরোয় না জানো
ভালো লাগে কবিতার শব্দের, শব্দের ভালোবাসিতে তোমায় অনুভব করতে
আর ভাবতে
ভালোবাসি তাই তো আছি বেঁচে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...