Thursday, October 6, 2022

বেপনহা

 বেপনহা 

.. ঋষি 


একবার মাটি লিখতে গিয়ে আমি সম্পর্কের গায়ে টেনেছি দাগ 

একবার কবিতা লিখতে গিয়ে আমি লিখে ফেলেছি পৌঢ়ত্ব ,

বেপনহা জিন্দেগী  অবলম্বনে আমার উপন্যাসের শেষে 

শুধু জন্ম নয় 

একটা মৃত্যু জরুরী ছিল । 

.

এই শহর জানে উৎসবের আগুনে মুহূর্তকে হজম করতে 

এই শহর হাসতে হাসতে গুলি চালাতে প্রতিটা স্বাধীনতার বিরুদ্ধে ,

এই শহরে মৃত রাইটার্সের বুকে পৌঢ়ত্ব 

প্রাচীন চাকা ছুঁয়ে বইয়ের গন্ধ 

সব এক নিমেষে ভ্যানিস হয়ে যায় 

গিলি গিলি গে 

সবটাই বাঁচার প্রহসন। 

.

সব পাখি বাড়ি ফিরে যায় 

তবে সব বাড়ি শুধু পাখিদের বাসা হতে পারে না ,

ভালোবাসা শব্দটার গায়ে আজকাল কেমন যেন ইউসফুল দাগ 

আর আমার কলম জুড়ে পৌঢ়ত্ব। 

মাটি ছুঁয়ে মানুষ সবুজ হতে পারে 

কি অবাঞ্চিত কিছু প্রশ্ন সেই মাটিতে বপন করে বিষ ফল 

তার মানুষ ভুল করে 

আদম সভ্যতা বদলাতে ঈশ্বরকে অমান্য করে 

হয়ে ওঠে মানুষ। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...