Thursday, October 13, 2022

কবি কিন্তু প্রেমিক

কবি কিন্তু প্রেমিক
.. ঋষি 

এখন প্রহসন মনে হয় 
কেউ যদি বলে আমি তোমাকে ভালোবাসি খুব কিংবা তোমাকে ছাড়া বাঁচবো না
কেউ বলে না
আমার শুধু তুই আর কেউ না
খুব কম বলে
আর যাই হোক তোর হাত আমি ছাড়বো না।
.
অনেকগুলো কবিতার রাত অন্ধকারে ডুবে যায় 
আসলে কবিতাকে বোধহয় অন্ধকারে তুই মনে হয়, 
সেই গভীর ওম, সেই আদুরে চোখ 
সেই অভিমান 
লোকে আমাকে কবি বলে
আমি বলি কবি হলেও আমি মানুষ কিন্তু প্রেমিক। 
.
অদ্ভুত কবিতা আর কবিতার রাত
শব্দরা সব ছায়াময়ী শরীরের মত আমাকে জড়াতে থাকে
বুকের ভিতর অভিমানগুলো তখন মাটি চাপা পড়ে
কোথাও যেন আমার কবরে ফুল ফোটে
অকারণে কেন জানি আমার বাঁচতে ইচ্ছে হয়। কবিতার পাতা তখন তোর ভাবনা
কবিতার শব্দরা তখন তোর শরীর
একটার পর একটা সৃষ্টি সে যেন তুমুল ঝড়, বৃষ্টির রাত, আমাদের  সঙ্গম
ক্রমশ সকালের আলো ফোটে
তুই হারিয়ে যাস ঠিক কিন্তু আমার কবিতাগুলো থেকে যায় 
লোকে আমাকে কবি বলে
আমি বলি কবি হলেও আমি মানুষ কিন্তু প্রেমিক।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...