মেয়েমানুষ
... ঋষি
ভাগ্যিস পৃথিবীতে মেয়েমানুষ বলে একটা শব্দ ছিল
তা না হলে পাগল প্রেম পৃথিবী হারিয়ে ফেলতো ,
ভাগ্যিস আজও পৃথিবীর বাইরে দাঁড়িয়ে কেউ কেউ স্মৃতিতে মাতোয়ারা
মেয়ে মানুষের স্তন ,যোনি ,ভাবনা দিয়ে গড়া মাংসপিন্ড
উত্তরের সাহারা ,দক্ষিণে সমুদ্র ,প্রশান্ত মহাসাগরের গভীরতা
উচ্চতা ,উর্বরতা
সৃষ্টি ,দহন আর কথকতা।
.
ভাগ্যিস মেয়েমানুষের কপালে দুঃখ
দরজার বাইরে পৃথিবীতে মেয়েরা সকলেই পণ্য ,
স্বামী হারা ,প্রেমিক হারা ,বিছানা ছাড়া ,যন্ত্রনা ছাড়া
সব ,সমস্ত এক কথায় আহারে ,
কিন্তু আহারে কারা
যারা যুক্তি নিয়ে চুক্তিতে সই করে ভালোবাসতে পারে।
.
ভাগ্যিস মেয়ে মানুষরা কাঁদতে পারে
ভাগ্যিস একমাত্র দেবীরই দশখানা হাত
তার মধ্যে কে জানে ক খানা সত্যি আর কতখানি অজুহাত ,
মেয়েমানুষ ভালোবাসতে পারে
দরজার ভিতরে দরজা বন্ধ করে জড়াতে পারে
কিন্তু পৃথিবীতে এক হাত ঘোমটা ,এক হাত ঢুকে যায়
জন্ম নেয় পৃথিবীর ভবিষ্যৎ।
মেয়েমানুষ জন্ম দিতে পারে কিন্তু আর জন্মাতে না
কিন্তু ভালোবাসা জন্ম আর জন্মান্তর
ভাগ্যিস মেয়ে মানুষ সহ্য করতে পারে
কপালে সিঁদুর লুকিয়ে জন্মের দাগ ।
No comments:
Post a Comment