পরিত্যক্ত
... ঋষি
.
সম্পর্ক আসলে আশা ,নিরাশায় দুলতে থাকা দোলনা
অনেকটা ভালো থাকা আর না থাকার মাঝে একটা তফাৎ
অনেকটা স্লোমোশানে কাটতে থাকা নাটক
মানুষ হয়তো বোঝে তুবুও বোঝে না
সেটাই আসলে সম্পর্ক।
.
একটা ব্যাকরণ বই খুলে সম্পর্ককে পোশাক পরাই
নিজেই হাসি ,নিজেই কাঁদি ,
অথচ বুকের গভীরে জমে থাকা কথাগুলো বড় নির্লজ্জ।
তুমি পোশাক পরো ,সকলেই পরো
সকলে নিভৃতে কিংবা বাথরুমে সেই পোশাক বদলাও
সাবান ,শ্যাম্পু মাখো ,নিজেকে সাজাও
নিজের শরীরে ত্রুটিগুলো ঢেকে রাখো
অনেকটা এই সম্পর্কের মতো।
.
আমি বুঝি সম্পর্কের মাঝে লুকোনো মুখোশে সকলেই আত্মীয়
কিন্তু মুখোশ ধরে টান মারলেই
একটা জ্যান্ত অজগর জীবনটাকে গিলে খেতে আসে
ক্রমশ পেঁচিয়ে ধরে ,ক্রমশ মৃত্যু বুঝেও সকলেই অসহায়
তোমার মতো ,আমার মতো সকলেই পরিত্যক্ত ।
No comments:
Post a Comment