তথাস্তু
.. ঋষি
আগুনের বুক থেকে একফালি আশ্রয় কুড়িয়ে ফিরি
বুকে স্যাতস্যাতে বারুদে লিখিফিরি কবিতার মত কিছু
বুঝেও বুঝি না
সবাই বলে বেকার কবিতা
কিন্তু আমি জানি আমার কবিতায় আমিই বেকার চিরকাল।
.
মানুষের কথা ফুরিয়ে যায় ক্রমশ
ভালোবাসার ঘর হারানোর খবর আজকাল যখন তখন পাই
তোমার ফোন কলের অপেক্ষায় দিন কাটে
অনেক কিছু বলার থাকে তোমায়
কিন্তু বলা হয় না
একটা একটা করে দিন কাটে অচেনা রৌদ্র ফুরোনো দিনে।
.
একবার তোমার বাইরে গিয়ে কবিতা লিখতে হবে
তোমায় বলতে হবে ছুঁড়ে ফেলো
ছুঁড়ে ফেলো আমায় এতদূরে যেখান থেকে ফেরাতে না পারো
ভালোবাসি আর অবশিষ্ট কি আছে?
কি আছে তোমার আমার মাঝে প্রতিদিনকার পথচলায়
এখন তো বাড়তে থাকা সুগার ,কোলেস্টেরল আর নির্ঘুম রাত
এখন তো পিছনে ফিরে খোঁজা কারন আর সামনের জীবন
মাঝখানে কেউ কোত্থাও নেই।
এখন একটা হিসেব নিকেষ, নিয়ম মাফিক আমি তুমি,
যে সুতোয় জোর ছিল না কোনদিন সেই সুতো ছিঁড়ে ফেলা ভালো
না হলে বিসর্জনের পরও জল থেকে দেবী হঠাৎ উঠে বসে বলবেন
তথাস্তু তোরা আর ভালোবাসতে পারবি না কোনদিন।
No comments:
Post a Comment