মিথ্যে কিছু
... ঋষি
মিথ্যে বলো ভালোবাসি
নিষ্পাপ কিছু ফুল ছিঁড়ে গুঁজে দেও নিজের খোঁপায় ,
রাস্তা চৌওড়া করবে বলে কেটে ফেলো সবুজ গাছ
গাছের উপর পাখির বাসগুলোকে একবার ভাবনা
ভাবো না তোমার দাওয়ায় একটা কুকুর অভুক্ত
তবুও তুমি ঘি দিয়ে ভাত খাও।
.
মিথ্যে বলো সাথে আছি
সারারাত ঘুমের চোখে মিথ্যে স্বপ্ন আমি আছি
অজস্র মিথ্যের ফাঁকে নিজেকে লুকিয়ে তুমি ভাবো
আমি ভালো আছি ,
আসলে তুমি যেন ঘর ছাড়া বাউল কেমনে গায়
কেমনে কাঁদে আকাশে মেঘ দেখলে।
.
মিথ্যে বলো এই শহর শুধু ভালোবাসার
মিথ্যে বলো এই শহরে ভালোবাসার ঘর
অঞ্জন দত্ত কবেই তো বলে দিয়েছেন চারটে দেওয়াল মানে নয় ঘর
তবু মিথ্যে তোমার এই বাঁচার স্বয়ংবর।
তুমি হাসো গাছের থেকে ফুল ঝরে পরে ঠিক
কিন্তু সেই বিশ্বাস করো সেই হাসিতে আমি ছিলাম না কোনোদিন
তুমি পথ চলতি আশ্রয়হীন বিড়ালগুলোকে দেখো
আমি জানি সেই আশ্রয় নেই ,নেই মায়া।
মিথ্যে তুমি ঘর ঘর খেলো ,খেলো এই সংসারে দাবা
তুমি জানো না ভালোবাসা রাত জাগা পাখি
একটা আশা
ভালো থাকা।
No comments:
Post a Comment