Tuesday, October 18, 2022

যুদ্ধটা ফুরোয় নি এখনো

 যুদ্ধটা ফুরোয় নি এখনো 

... ঋষি 


এটা ঠিক একটা ডট পেনে জীবন লেখা যায় না 

জীবনের সকলের সফলতায় মানুষ দেখতে অভ্যস্ত মানুষ 

কিন্তু একাকিত্বে তুমি একলব্য ,

নিশ্চিন্ত কোনো দ্রোণাচার্যের প্রয়োজনে যখন তুমি সময়ের দরজায় 

তোমার পরিচয় তোমাকে পিছিয়ে রাখে 

তোমার ইতিহাস তোমাকে হারিয়ে দেয় বারংবার। 

.

যেখান থেকে জীবন লেখার কথা ছিল 

ঠিক সেখানে দাঁড়িয়ে তুমি সাত পাঁচ ,আকাশের চাঁদ ভাবছো 

ঠিক তখনি আকাশ থেকে নেমে নেমে আসে ধূমকেতু 

তুমি জীবন ভুলে যাও ,

বাঁচার রাস্তায় তখন দাঁড়িয়ে তোমার প্রিয় মুখ 

তুমি তখন কর্ণ জগৎসভায়। 

.

"জগতের আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ "

সকলেই কোথাও কোথাও না হেরে আছি আমরা 

সকলেই কোথাও কোথাও না কোথাও হেঁটে যেতে হয় মাথা নিচু করে 

তোমার চোখে জল আসে 

আমারও আসে 

তবু চেষ্টাটা চালানো একটা ডটপেনে জীবন লেখা। 

কালি ফুরিয়ে যায় 

ফুরিয়ে যাওয়া সম্পর্ক বিক্রি হয় সস্তা বাজারে ,

কারণের পৃথিবীতে আমি ,তুমি ব্রাত্য বারংবার 

তবুও যত্নে লেখা বেঁচে থাকার শেষে নিস্তব্ধ কিছু থেকে যায় 

আমরা বলি হেরে ফেরা মাথা নিচু করে 

সময় বলে যুদ্ধটা ফুরোয় নি এখনো। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...