Tuesday, October 11, 2022

কাশফুল

 কাশফুল 

... ঋষি 


অবশ্যই কাশফুল 

পুরোনো ট্রেনলাইনের পাশে যেমন করে বিভূতিভূষণ এঁকেছিলেন 

সবকিছু পুরোনো হয়ে যায় ,

পুরোনো হয়ে যায় কাগজের দরে আজকে পুজোসংখ্যা 

মানুষ আবিষ্কার করতে ভালোবাসে 

তাই একের পর এক ব্যবহারিক মাত্রায় সময় লেখে। 

.

আমি দরজার বাইরে দাঁড়িয়ে আজ বহুদিন 

তোমার দরজার ওপাশে সাজানো সংসারের অনেকগুলো মানে 

অথচ আমি সংসার মানে চাল ,ডাল আর মানুষ বুঝেছি 

আর বুঝেছি সেই মানুষটা যেটা আমার মেরুদন্ড 

কিন্তু এটা বুঝিনি 

কারণের শহরে মানুষ একটা কারণ বেঁচে থাকার। 

.

বলতে পারি না  তোমায় ছাড়া বাঁচতে চাই 

বলতে পারি না প্রতিবছর কাশফুল কিভাবে কোথা থেকে হয় ,

আমি কথা বলি 

উল্টোটা কথা ফুরিয়ে যায় 

তুমি দূর ,বহুদূর 

শব্দরা কারণ আর অপেক্ষারা কবিতা হয়ে যায়। 

সেই স্টেশন ,সেই শহর ,সেই মানুষ ,সেই মানুষের ঘর 

সব মিথ্যা 

মিথ্যা এ শহরে অধিকার আর অল্পতে বাঁচা 

কারণ বাঁচাটা একটা নিয়ম এখানে 

যেমন পুজোর আগে কাশফুল

উৎসবের মহড়া আর সম্পর্ক এখানে । 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...