আমরা কেউ না
... ঋষি
.
তুমি রাগ করেছো আমি জানি
তবে তুমি জানো না বোধহয় একটা বয়সের পরে আর রাগ করতে নেই
সবকিছু মেনে নিতে হয় ,
তবু সমুদ্রের তটে বসে বালির উপর নখ দিয়ে লিখে ফেললে তোমার প্রিয় লুকোনো নামটা
না লিখতে নেই
কেউ দেখে ফেললে তোমাকে বলবে তুমি ভালো না।
.
পাশ ফিরে শুয়ে আছি অনন্ত সকাল
আর কত আপোস ,আপোস আর আপোস ,সব মেনে নিতে হয়
সন্তানের সুখ ,সময়ের সুখ ,সময়ের বুক,
জানি কাঁদতে হয় ঠিক তোমায় তোমার বাথরুমে জলের শব্দে ,
জানি তোমাকে হাসতে হয় ঠিক প্রতিটা উৎসবে সামাজিক আলোয়
না তোমাকে বলতে নেই প্রেমিকের নাম
তাহলে যে তুমি বদনাম।
.
তুমি কেউ নও
আমি কেউ নই
তুমি স্বামী ,তুমি পুত্র ,তুমি স্ত্রী ,তুমি কন্যা
তুমি মা ,তুমি পিতা ,তুমি সন্তান ,তুমি সময়।
আসলে আমরা কেউ না ,শুধু আঁধার কার্ডে আমাদের পরিচয়
আমাদের জমানো বারুদ ,আমরাই পুড়ি
আমাদের দেঁতো হাসি , হাই পাওয়ারের চশমা ,মিথ্যের সহবাস
আমরাই করি।
আসলে সত্যি হলাম আমরা
তবু কেউ না ,
তবু মানতে চাই না নিজেরা ,তবু মানে না কেউ ,
আমরা কেউ না থাকি
থাকুক সময় আর সময়ের ঢেউ।
No comments:
Post a Comment