Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

এক সমুদ্র
............... ঋষি

কতকটা আদুরে হাওয়ার সাথে
নীল সমুদ্রের ঢেউ মিলে  ...... যে ঝিলমিলে রৌদ্র ।
তাতে তোমাকে রাঙিয়ে
এক সমুদ্র ।

বালুচর , , , আর একঘর প্রেমের বিলাপে
ঊল্টোণো মাঝি নৌকোর  ......... জালে জড়িয়ে ।
আমার একলা আকাশ তুমি
এক সমুদ্র ।

তুমি তো দিয়ে গেছো কত
নিয়েছোঁ  কতটুকু  ............... নোনতা কালি মাখা ।
আমার হৃদয়ের চোখের জল
এক সমুদ্র ।

প্রেম নয় , , , সে তো পরিচয়
পরিচিত চোখের কাজলে ........ মেঘলা নয়নে ।
এক ফোঁটা ঝরে পরা বৃষ্টি
এক সমুদ্র ।

কিছু কথা গম্ভীর আস্তরণে
উথালপাথাল হৃদয়ের স্বয়ংবরে ....... কি আছে রাখা ।
বিশাল নীলের মাঝে
এক সমুদ্র ।

কোথা দিয়ে শুরু করি
শেষ জানি না  ............ উড়ে যাওয়া ঘরছাড়া পাখী ।
উড়ে চলা প্রেম গায়ে মাখামাখি
এক সমুদ্র।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...