Thursday, February 6, 2014

rishi026@gmail.com

চির যৌবনা প্রেম
........... ঋষি

চির যৌবনা তুই তাই না
তাই তো তোর কর্কশ রূপেও প্রেম থাকে।
কোনো এক ম্যাগাজিনের পাতা থেকে উঠে
যেদিন তুই হেঁটে ছিলিস আদমের হাত ধরে।
সেদিন তোর নগ্ন শরীরে বিষাক্ত বিষ ফল
আজও ফোঁকে তরুণ যুবক প্রেমের হাত ধরে।

সেদিন স্বপ্নপুরে বাঁশি বাজে নি
বেজেছিল কৃষ্ণের হাত ধরে কোনো রাধার হৃদয়ে।
প্রেম এসেছিল একবার
তোর সাথে হৃদয়ের ধার ধরে আমার ঘরে।
আলো আর আলো, কত আলো
প্রেমের হাত ধরে।

তারপর আজ কেটে গেছে বেশ কিছু সময়
কিছু ক্লেদাক্ত স্মৃতিমাখা তুই।
কেমন এক পাঁকের গন্ধ আসে
নাকে বাজে বড় ,তবু কেন জানি,
মন বলে পদ্ম তো পাঁকেই ফোটে
তাই তো আজও  চির যৌবনা তুই। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...