Wednesday, February 19, 2014

rishi026@gmail.com

আমার স্বপ্ন তোমার আকাশ
.................. ঋষি

কিভাবে ধড়া দেবে আমায়
মনের বিশল্যকরণীর খবর তুমি রাখো না ।
শুধু ছুটে ফেরো জ্যান্ত ঘুঘুর ডাঙায়
আমার মনের দিশা তুমি বোঝো না ।
শুধু খুঁড়তে থাকো অকারনে জীবাশ্ম
কি পাও তুমি সেখানে ।

আমাকে মৃত দেখতে ভালো লাগে তোমার
আমাকে পোড়াতে তোমার ভালো লাগে ।
রোজ তো শ্মশান আঁধারে
আমি বাঁচি তোমার স্বপ্নে ।
রোজ সাতসমুদ্র ঘুরে তুলে আনি ক্ষুদ্র উপার্জনের ঝুলি
অনায়াসে ঢেলে দি তোমার আঁচলে ।
তুমি যদি চাও তোমার আহ্বানে আমি মরে যেতে পারি
শুধু এমন করে মেরো না আমায় ।

কিভাবে ধড়া দেবে আমায়
আমি চাইনি মনি মুক্ত তোমার কাছে ।
চাইনি কোণও মেঘে ঢাকা তারা
শুধু রেখো তোমার মনটা আমার করে ।
শুধু রেখো তোমার খোলা আকাশ আমার নামে
তুমি জানো ভালো আমি বাঁচতে চাই তোমার আকাশে ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...