Wednesday, February 19, 2014

RISHI026@GMAIL.COM

স্পর্শ কাতরতা
............... ঋষি

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
ছোটো বেলায় প্রথমবার যখন তোমায় চুমু খেলাম
তখনও বুঝি নি তোমায় ঠিকঠাক ।
শুধু তোমার স্পর্শে জ্বর এসেছিলো
আবোলতাবোল ভাব পরের কয়েকদিন ।
আর তোমায় বুঝতে কেটেছে আরও বেশ কিছুদিন
তবু বুঝি নি জ্বরের মানে  ।

আর আজকাল তো জ্বর যখনতখন
বিছানার আঠায় চোখ লেগে আসে ।
চোখ লেগে আসে তোমার উষ্ণ স্পর্শে
আমি তো ভুগতে থাকি জ্বরে ।
তবু তোমায় জড়িয়ে থাকি
কারণ জ্বর তো চিরকালীন নয় ।
রোজ ছাড়ে রোজ ধরে
অনেকটা ভাল্লুকের মতো ।

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
আগের স্বভাব রোজকার অভাব
আরকিছু  নয় ।
শুধু জ্বরটা একি আছে
আসে যায় নিয়মমাফিক তোমার স্পর্শে ।
কারণ স্পর্শটা একি থাকে না
বদলায় হিসেবমাফিক ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...