Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

মুহূর্তদের আবর্তনে
............ ঋষি

মুহূর্তদের আটকে রাখতে হয়
জানি ,তবে পারি না ।
খোলা পথের উপর ছন্নছাড়া রৌদ্র
আগলে রাখবে
ধুর সরে সরে যায়
কি ধরবে আর কাকে আগলাবে ।

শ্মশান কাব্যের পাতায় পাতায় বিষ
মুহূর্তদের আনাগোনায় উৎপন্ন মৃত শব ।
কত বুনবে কত আগলাবে
শতাব্দীর আগুনে আহূতি দি
অশ্বমেধের ঘোড়া কেন আটকাবে,কিভাবে ।

এপারে জয় ওপারে পরাজয়
মাঝখানে ভীত জীবন খাবি খায় ।
কাকে বলবে ,অন্তরে অনাহূত আবর্তন
সত্যি ,মিথ্যা দুর্বিপাকে
এ জন্মের পাপ পরজন্মের গায়ে ।

মুহূর্তদের ভীড়ে আটকানো নাভিশ্বাস
কিছুটা বিশ্বাস ,কিছুটা আশ্বাস ।
অবস্থান দুপক্ষের বন্ধুত্বপূর্ণ
কাকে রাখবে ,কাকে সরাবে ।
জীবনের পথে দাঁড়ানো তুমি আমি
হাসির আড়ালে শুধু কাঁদতে থাকবে ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...