Sunday, February 23, 2014

RISHI026@GMAIL.COM

ভালোবাসার ডাক
............ ঋষি

যদি তোকে উন্মুক্ত করি
তবে ভাবিস আমায় চাদর।
মন খারাপের ঘরে আর কেউ না থাকুক
পাবিই তুই আদর ।

যদি তোকে জড়িয়ে ধরি
মায়ায় রাখি বেঁধে ।
জানিস তোর ছন্দে ,তোর সঙ্গে
এই জীবন দেব বেঁধে ।

হাজার কথা ,কত কথার
সুরের মায়ায় বাঁচি ।
তোর চোখেতে জ্বালিয়ে দেবো
হাজার স্বপ্নের বাতি ।

তোর ঠোঁটের এই আতরটুকু
স্বপ্ন মায়ায় বেঁধে ।
বাঁচবো আমি তোর প্রেমেতে
তোর খোঁপায় জীবন গেঁথে ।

আমার শুরু ,আমার এ শেষ
তোর জীবনে দেবো বুনে ।
কাছে এলে বুঝবি তুই
তোর জীবনের কি মানে ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...