Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

এক সমুদ্র প্রেম
.................. ঋষি

জন্ম ছিল বৃষ্টির আকাশে
মুক্তির এক বিশাল সমুদ্র ।
আকাশে বাতাসে ছড়ানো নোনা স্বপ্ন
আরক্ত চোখে এক নোনা সমুদ্র ।

তোমাকে বলি নি আমি ভালোবাসও
কিন্তু আমি তোমায় ভালবাসতেই পারি ।
কখনো বলি নি তুমি কাছে এসো
কিন্তু আমি তো নোনা জল মাখতেই পারি ।

কলঙ্ক যদি থাকে ,সে আমার হোক
তোমার থাকুক শুধু বিশালতা ।
অন্ধকার যদি হয় রক্তে মলিন
তোমার থাকুক গম্ভীর নীরবটা ।

ভাবছি তোমায় বুকে ধরে রাখি
উথালপাথাল তোমার ঢেউয়ের আঘাত ।
গড়িয়ে পড়ুক বালিচড়ে প্রেম
আর সঙ্গে থাকুক স্পর্শে বিশালতা ।

মৃত্যু ছিলও পরে নীল জলে
ঊঠছে ,জাগছে ,পড়ছে ভাঙছে  ।
গড়ছে এক আকুল আলাপন
আমার এক সমুদ্র প্রেম   ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...