Wednesday, February 26, 2014

RISHI026@GMAIL.COM

মৃত বিপ্লব
............. ঋষি

কাগজগুলো দুমড়ে মুচড়ে আটকে থাকে
গলার কাছে শব্দ সারি বিপ্লব।
নিস্তব্ধ ,অহংকারী মেঘ যখন শব্দের আকাশে
গর্জে ওঠে কামান মেঘের ডাকে।
এক সুর এক তারা
কে ক্ষুধার্ত ,মানুষ কারা।
আমি বলি কার্তুজ খালি ,আকাশ খালি
মানুষ দাঁড়া।
পায়ের তলায় সর্ষে ভূত
মানুষ কোথায়, মানুষ কোথায়
কোথায় তারা।
শুধু পরে আছে দিস্তে দিস্তে শব্দ
আর শব্দের অহংকার।
আর শোনা যায় কান্নার শব্দ
ক্ষুধার্ত  তারা।
আকাশে মেঘে ঢাকা তারা
আর লোভি হাতছানি শব্দ আর শব্দ
সাধরণ সব জব্দ।
শব্দগুলো কারা
আমরা ,আমরা ,আমরা।
মুখ বোজা কেঁচো সব
দোমড়ানো মোচড়ানো  কাগজ মৃত বিপ্লব। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...