Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

বদলানো তুমি
..................... ঋষি

সেই দৃশ্যটা আমি ভুলতে পারি নি
পারি নি ভুলতে তোমার মুখটা ।
তোমার বদলে যাওয়া আলোয় প্রকৃতির রূপ
যে এমন বদল হয়
তা জানতাম না আগে ।

হয়তো জানতেও পারতাম না
যদি না সেদিন তোমায়  দেখতাম ।

তুমি যে এতোটা নীচে নামতে পারো
তুমি যে আমি ছাড়া কাঊকে জড়িয়ে ধরতে পারো ,
কারোর স্বপ্নের সাথে হেলায় খেলতে পারো
জানতাম না ।

আজ জানি , তুমি নেই আর আমার সাথে
হয়তো কোথাও কাঊকে এমনি ভালবাসছও ।
এমনি ছলনায় জড়িয়ে ধরছও বুকে
এ আর নতুন কি তোমার কাছে  ।

কিন্তু আমার কাছে
তুমি আজও আমার প্রেম ।
শুধু ওই মুহূর্তের মুখটা আমি আজও ভুলি নি
আর ভূলে গেছি শুধু প্রেমের মানে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...