Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

আলো আঁধারি
.................. ঋষি

এতদিনে ঠিক বুঝি নি তোমাকে
কি চাও ,কাকে চাও ?
আমায় ভালোবাসো তুমি আমি জানি
তুমিই বোলেছো বহুবার,
তবু কেন জানি বিশ্বাস হয় না ।

অনেকটা আলো অন্ধকারে থাকা ছায়ামূর্তি তুমি
আর এই ছায়ার মায়ায় আমার যতো রাগ ।
তাই তো মাঝে মাঝেই তোমায় উন্মুক্ত করি
উন্মুক্ত করি সব আভরণ থেকে ।
তারপর যা খুশী তাই করি
তবু জান মন ভরে না
মন ভরে না তোমায় এমন করে পেয়েও ।

কি জানি মাঝে মাঝে মনে হয়
তুমি বিশ্বাস হন্তা ,তোমাকে হত্যা করি ।
কিন্তু যখনি তোমায় আঘাত করতে যাই
এই মন পস্তায়,
মনে হয় তোমার মত কাঊকে দেখিনি কখনও ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...