Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

সময় কাঁদছে
.....................ঋষি

বিবর্ণ গোধূলির আলোয়
এক মায়ার সিঁড়ি নেমে আসে আকাশ থেকে ।
সময় বলছে ভালো নেই সে
মানুষ কাঁদছে আর কাঁদছে ।

রঙ চটা আকাশের গায়ে নীল প্লাসটার
তার এখানে ওখানে বেড়িয়ে আসা সাদা রঙ
যেন মৃত্যুর কফিন ।
সময় কাঁদছে ,শুনতে পাও তোমরা
সময় কাঁদছে শ্মশানের গায়ে চোখ জ্বালা ভাব,
চোখের জল পড়ছে ।

ঝরে পড়ছে যেন না চাওয়া বৃষ্টি
ফসল পচবে ,পচবে মানুষ আর মানুষের মন ।
ধুর সে তো কবেই পচে গেছে
আর কি পচবে নতুন করে ।

শুধু এখন ভালো নেই সময়
শুধু কাটছে,কেটে চলেছে আলোর থেকে অন্ধকারে ।
দেখো রাত্রি আসছে
সবাই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ, শান্ত মৃত শরীর
এবার পুড়বে একটু পরে
শুধু সময় কাঁদছে ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...