Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

প্রতিবাদী মুখটা
........................ ঋষি

মুখটা ঢেকে রেখে কি লাভ
ওরা হাসছে আর হাসবে ।
চোখের পাতা মলিন করে কি  লাভ
ওরা বদলাবে না
একি রকম থাকবে ।

সে দিন তো ছিল পাঁচজন
সত্যি করে বলও ।
তোমাকে রোজ ভোগ করে কতজনে
তুমি যখন হেঁটে যাও পথে
কটা নোংরা চোখ তোমায় লূঠ করে ।

তুমি হাসও ,হাসতে থাকো বলে সবাই
কিন্তু তোমায় হাসাতে চাই কজনে ।
ও যে ছুতো ,তোমায় ছুঁয়ে দেখার
তোমায় পাওয়ার ,তোমায় স্পর্শ করার
সত্যি তোমায় ভালোবাসে কজনে ।

বদলাবে না গো ,কিছুতেই না
তুমি ভোগ্য তাদের চোখে ভোগ্য থাকবে ।
তবে কষ্ট পেয়ে ,ভয় পেয়ে কি লাভ
বাঁচতে তো হবে
আর কতদিন মুখ বূজে থাকবে ।

সমাজ হাসবে ,আদালত ঘোরাবে
পরিবার কাঁদবে আর তোমাকে ভোগাবে ।
তাই এবার তো ঘুরে দাঁড়াতে হবে
প্রমাণ করতে হবে তোমাদের
মুখটা ঢেকে রেখে কি লাভ ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...