Thursday, February 20, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতায় আদম আমি
.................. ঋষি

নিজেকে মাঝে মাঝে আদম মনে হয়
ফিরে যেতে ইচছা হয় গভীর আরণ্যের মাঝে ।
আর কত সুপারসনিক সভ্যতা
যার গতিতে লুটিয়ে পরে সভ্যতার মানে ।

খালি পায়ে হাঁটতে  ইচছা করে দূর্বা ঘাসে
থাকতে ইচছা করে অন্ধকার গুহায় ইভের সাথে ।
যেখানে থাকবে অস্তিত্ব আর প্রেম
থাকবে না সভ্যতার বদলান রিমেক ।
শুধু চোখ বোজা শান্তি, শান্তি আর শান্তি
আর ঝকঝকে পৃথিবীতে ইভের হাত  ।

বিশ্বাস করুন আর খাবো না বিষ ফল
ইভের হাত ধরে সৃষ্টি করবো না সভ্যতা ।
যে সভ্যতার গোড়ায় রাখা অন্ধকার
যে সভ্যতার ভবিষ্যতে রাখা ধ্বংস
সৃষ্টি করবো না এমন অন্ধকার সভ্যতা ।

দরকার নেই বিলাসবহুল মনরঞ্জন
দরকার নেই ইঁদুর দৌড়ের সাতকাহন ।
বাঁচার জন্য সুস্থ পৃথিবী দরকার
অলঙ্কার নয় মনুষ্যত্বের অহংকার দরকার ।
দরকার নেই ভণ্ড শিক্ষার আলো
শুধু দরকার একমুঠো শান্তির আকাশ ।

নিজেকে তাই আদম করে আয়নায় দেখি
আমি সভ্য সভ্যতার মোড়কে ।
আয়নার পিছনে চোখ চলে যায়,কাণ্ণা আসে
 আমি যে ভীষণ নগ্ন সভ্য আলোকে ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...