Wednesday, February 19, 2014

rishi026@gmail.com

মেঘের দেশে
............... ঋষি

আকাশের নীল রঙের ক্যানভাসে আজ মেঘলা ছোপ
বৃষ্টি আসছে দুকূল ভাসিয়ে।
কাদা কাদা পথের উপর পায়ের ছোপ
কিছু আসার ,কিছুটা চলে যাবার ।
সবাই তো আর হৃদয়ের নয়
সবাই তো আর সে নয় ।
কিন্তু কখন যে হৃদয় প্রকোষ্ঠে একটা ঘর বানিয়ে ফেলে
তারপর চলে যায় মেঘলা দিনে একলা করে
মেঘের দেশে ।

আর তখন বৃষ্টি আসে
দুকূল ছাপিয়ে হৃদয়ের ঘরে কত স্মৃতি ।
মিছে আঁকিবুকি,মিছে জমা নোনা জল
হৃদয়ের পথে কাদা পায়ের ছোপ ।
কিছু আসার ,কিছুটা চলে যাবার
চোখের কাজলে নোনা জলের ছোপ ।
কিছুটা বৃষ্টি মেঘের সাথে মিশিয়ে
এইমাত্র সে  চলে গেলো
মেঘের দেশে ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...