Sunday, February 23, 2014

RISHI026@GMAIL.COM

অর্থহীন ম্যাজিক শব্দ
............... ঋষি

কিছু কথা ,কিছু শব্দ যেগুলো আছে
অথচ অর্থগুলো পরিষ্কার নয় সবার কাছে ।

ধরুন না প্রেম শব্দটাকে
কিভাবে বোঝাবেন এই শব্দটা ।
কাছে  থেকে, না থেকে প্রেমে পরা যায়
ভালবাসি বলে ,না বলে
প্রেম করা যায় ,অদ্ভুত না ।

আসলে প্রেম শব্দটা একটা স্পর্শ মাত্র
যার অস্তিত্ব আছে অথচ একটা ম্যাজিক ।

আবার ধরুন কষ্ট শব্দটাকে
কিভাবে অর্থ করবেন এর ।
ইচছা বা অনিচছাই কষ্ট থাকে
কখন কে কিভাবে ভোগে তাতে
যার হয় সে জানে ,অদ্ভুত না ।

আসলে কষ্ট শব্দটা  হৃদয়চিত একটা স্পর্শ
যার অস্তিত্ব আছে অথচ আর একটা ম্যাজিক ।

এমন তো বহু শব্দ আছে
যার স্পর্শ আছে অথচ অর্থ নেই ।
যার সৃষ্টি আছে ,আমৃত্যু ধ্বংস নেই
অভিধানে দেখো হাজার মানে
অথচ যাদের কোনও মানে নেই ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...