Saturday, February 8, 2014

rishi026@gmail.com

প্রেমের স্পর্শে
............... ঋষি

যারা  প্রেমে পড়েছেন ,তাদের বলা
তোমাদের নীল রঙের স্বপ্নের থলির ইচ্ছাগুলোর
 জন্ম মৃত্যু না চাইলে এমন করবেন না।
যদি অন্তরের সম্পদের মানহানি না চান
তবে প্রেম স্পর্শ করবেন না।

শোনা কথা তবু বলি
প্রেমের রূপে মুগ্ধ হবেন স্বাবাভিক,
কিন্তু দয়া করে হৃদয়ে গ্রহণ করবেন না।
সেদিন অমুক দেশের কোনো নাগরিক একি ভুলে
মৃত্যু দন্ড নিলেন।
সবাই দেখলো ,বুঝলো ,ভাবলো
আর ভুলে গেল।

এমন হয় কারণ প্রেম স্বপ্নময়
এমন হয়ে থাকে কারণ প্রেম ছলনাময়।
ভাবছেন বোধহয় আমি পাগল
হা হা সত্যি তো আমি পাগল
কারণ প্রেম করলে পাগল হওয়া স্বাবাভিক। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...