Wednesday, February 26, 2014

RISHI026@GMAIL.COM

নদী থেকে সমুদ্রে
............. ঋষি

অহংকারের অলংকার তোমার নারী
আমার একমুঠো প্রেম তুমি।
বহুবার বহুবার তোমার প্রেমে
আমি মুগ্ধ।

শান্ত ,শীতল নদীর ঢেউ তুমি
কখনও উত্তাল তুমি সমুদ্রের পাড়ে।
কয়েক মুহুর্ত্য ঢেউ ,আছড়ে পরে বুকে
ঢেউ ,ঢেউ ,ঢেউ।
তোমার শরীর ,তোমার গন্ধ ,শুধু তোমার স্পর্শ
আমার হৃদয়ের গভীরে ঢেউ।
পার ভাঙ্গে টুকরো টুকরো স্মৃতি আছড়ে পরে
গভীর থেকে গভীরে তোমার হৃদয়।
টুকরো একটা মুখ নোনা চোখে
নোনা সমুদ্রে রক্তের ঢেউ।

আমি মুগ্ধ
বহুবার বহুবার তোমার প্রেমে।
কেন জান তোমার শীতল নোনা স্পর্শ
নদী থেকে সমুদ্রে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...