Thursday, February 27, 2014

RISHI026@GMAIL.COM

আমার আর তোর কথা
............ ঋষি

তোকে জড়িয়ে ধরা মানে
পুড়ে যাওয়া
তোর বুকে যে কত আগুন।

তোর চোখে তাকালে মনে হয়
চলে যায় রূপকথার দেশে
তোর চোখে যে সদাই ফাগুন।

তোর শরীরে রাখা ,কিছু চুপকথা
আমি ছুঁয়ে দি ,মিশে যায় তাতে
তোর স্পর্শ আমার কাছে আদুরে ব্যথা।

তোর বুকের সাথে বুক রেখে বলি
মিশিয়ে নে ,টেনে নে আমায়
তোর আগুন আর তোর ফাগুন।

এতো গেল তোর কথা।

এবার বলি আমার কথা।

চাঁদ ,সূর্য্য প্রেম সব ছায়া
আসলে একটা মায়া
আর পরে থাকা কায়া।

প্রেমের আগুনে আমি প্রমাদ গুনি
জ্বলি ,পুড়ি, আমি মরি
অভ্যাস আমার।

আমার প্রেমে পুড়তে চাস
আমার বুকে থাকতে চাস
কিছু নেই সব শুন্য ছাই।

তবুও জানিস আমি পুড়তে চাই
হাড়াতে চাই তোর প্রেমে
বড় নিলাজ আমি।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...