Friday, February 7, 2014

RISHI026@GMAIL.COM

ভদ্রলোককে আমি চিনি
.............................. ঋষি

ভদ্রলোককে প্রথম যখন চিনি
তখন আমি হাফ প্যান্ট ।
বাবার কোলে চেপে এসেছিলাম কোনও গুণীর গান শুনতে
গানটা ছিল "তুমি কেমন করে গান কর হে গুণী "।
পিছনে মস্ত পোষ্টারে সেই দাঁড়িওয়ালা ভদ্রলোক
 মা বোল্লেণ ইনি রবিঠাকুর ।
আমি প্রণাম করলাম
কারণ আমি শিখেছিলাম ঠাকুরকে প্রণাম করতে হয় ।

তারপর স্কুল ,কলেজ ,অফিস পেড়িয়ে
ওনাতে মুগ্ধ হয়েছি বহুবার ।
কারণ , অকারণে গেয়েছি ভাঙা গলায় ওনার গান ভালোবেসে
আজ বুঝি ওনাকে হৃদয়ে রাখতে হয় ।
রোজকার আসা যাওয়া মান অভিমান পেড়িয়ে
ভদ্রলোক যে কখন আমাদের আটপৌরে হয়ে আছেন ।
যারা চেনেন আর যারা চেনেন না
সকলের কাছে উনি ঠাকুর ্‌্‌্‌, রবি ঠাকুর ।

সমস্ত বাঙালীর আনন্দ বিষাদে উনি আছেন
আর থাকবেন যত দিন আমরা আছি ।
সমস্ত অন্ধকারে উনি আলোর মত জ্বলন্ত এক দীপ্তি
আসলে ভদ্রলোক বোধ হয় ম্যাজিক জানতেন ।
উনি জানতেন কি করে সবাইকে প্রেমে ফেলতে হয়
উনি নিজের মত সব অনুভূতি ভাঙতেন গড়তেন ।
বিশ্বাস করতেন বিশ্ব প্রেমে
তাইতো রবি ঠাকুর আজও তোমায় পড়তে ইচ্ছা হয় ।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...