Friday, February 7, 2014

rishi026@gmail.com


মিথ্যাবাদী বিষন্নতা
.............. ঋষি

আজকাল ভালোই মিথ্যা বলিস তুই
নিজের সাথে মিথ্যা
মানায় নারে একদম মানায় না।
আসলে কি জানিস তুই ঠিক বলিস না
বলে নতুন সময়ের মোড়গুলো ,
বলে  নতুন কাছে আসা মুখগুলো
বদলানো সময় আর হৃদয়ের সাথে।

এক মুহূর্তের জারিজুরি
সব কেমন বদলানো আয়নার মানে।
কিছু প্রেম ঝরে আবেলায়
কিছু আটকে থাকে সময়ের গায়ে।
এ যেন এক নক্সী কাঁথা বোনা
বোনা স্বপ্নের সুর নীল আকাশের গায়ে ,
এক বিশাল সমুদ্র।

আসলে বদলাস নি তুই
বদলেছে এক সমুদ্র দুরত্ব
আর আমার খুব কাছের তুই।
বদলানো সময়ের আলোয় বদলানো
বেশ সাজানো সৌন্দর্য্যে রাঙানো তুই।
বেশ লাগে আজকাল অদেখা মানে
আজকাল ভালোই মিথ্যা বলিস তুই। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...