Wednesday, September 23, 2015

তোর খোঁজে

তোর খোঁজে
........... ঋষি
===============================================
কেমন আছিস এমন কুয়াসা দিনে
জানিস আমার এখানে আজও বৃষ্টি হচ্ছে।
সময়ের শহরে শুয়ে থাকা মুহুর্তদের ভিড়ে কফিকাপ
চেনা কফি কর্নারের কাঁচে আজ ভ্যাপসা ছায়া।
সেই ছায়ায় কোথাও
হয়তবা আমার হৃদয় গর্ভে বৃষ্টির নাম।

 নিতান্ত গ্লিসারিন ছেটানো সকালের রৌদ্র
নিঃশেষ টুকু না হয় মুঠোয় তুলে আদরে মেঘের কোলে প্রেম ।
এমন কুয়াসা ,এমন আদরে
কোথাও তুই।

জানিস এখানেও আজকাল যখনতখন ঝড়
উবড়ে ফেলা গাছগুলোর গভীর শিকড়ে হারানোর শোক।
কিছুটা মিশ্র প্লাবন যদি থাকে তোর খোঁজে
সেই দস্তানা পরা বরফের দেশে।
হাজার ডেসিবেলের চিত্কার অজানা
অকারণে বৃষ্টি আমার শহরে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...