Wednesday, September 9, 2015

অপরিবর্তিত ইতিহাস

অপরিবর্তিত ইতিহাস
.............. ঋষি
==========================================

ইতিহাস কখনো জীবন্ত হয় না
মৃত্যুর স্থায়ীত্বে ছুঁয়ে  থাকা বেবাগ জীবন ,
কখনো সংযমী হয় না
বাঁচতে চায় বারংবার।
হাত বাড়াই
যদি একটু বেশি বাঁচা যায়।

এই ভাবে চলছে
যুগান্তরের রেলগাড়ির গন্তব্যহীন একটা ট্রেন।
স্টেশন আসে ,বদলে যায়
কিন্তু ইতিহাস বদলায় না ,বদলায় নি কোনদিন।
শুধু বুকের ধুকপুকে বাড়তে থাকে শোক
বদলে যায়  জীবিত চিন্হ প্রতিদিন দুপাশে।
তবু ট্রেন ছোটে
বারংবার এক রুটে ,
অপরিবর্তে গন্তব্য যদি এসে যায়।

ইতিহাস কখনো জীবন্ত হয় না
যেমন জীবন্ত হয় না তোর নোনতা ঠোঁট আমার ঠোঁটে।
সর্বত্র ছুঁয়ে থাকা অসংখ্য যন্ত্রনায়
যেন জীবিত হয় অকারণে বদলে যাওয়ার শোক।
সব একই থাকে ,শুধু  ট্রেন ছোটে
অপরিবর্তিত লং রুটে ইতিহাস বুকে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...