Thursday, September 24, 2015

মায়াজাল

মায়াজাল
........... ঋষি
=========================================
স্বপ্নের ভেতর খেয়াঘাটেবসে থাকি
ছায়াতলে ভেসে ওঠে মরিচিকা নিত্য অবয়বে তুমি।
হাজারো অস্ফালোনোর  মাঝে ,
বেঁচে থাকার চিত্কার।
এক একটা নাম ,মুখের অবয়বে লোকানো চিতার দাঁত
হাতের নখে তোমার নেলপালিশ।

সাজাতে ভালো লাগে নিজের মতন
সরে যাওয়া মন্তাজের অসংখ্য কাঁচ ভাঙ্গা আবেদন।
প্রেম নাকি সমুদ্র মন্থনে উঠে আসা মৃত্যু
মহাকাল নাচে।
সময় উলঙ্গ ভিখিরীর  মতন তোমার কলঙ্কে
দাগ টানে।
আকাশের  চাঁদ
ঝরতে থাকে জ্যোত্স্না অবুঝ এ  বেলায়।
পুরনো প্রেমিকার মুখ
ভাঙ্গা কাঁচের সম্পর্কে চোখের জল
হৃদয়ের রক্ত।

ধরতে পারি না
ছায়াতলে ভেসে ওঠা অবয়বে  মায়াবী রূপ।
কস্তুরী হরিনের সুগন্ধ ছড়ানো  এক পেয়ালা প্রেম
নেশা হয়,,, চিত্কার।
ভাঙ্গা চোখে দেখা প্রেমের রূপ নগ্ন শরীরে
একলা দাঁড়িয়ে ভিজে জ্যোত্স্নায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...