Friday, September 25, 2015

ভালোবাসি কোনো শব্দ নয়

ভালোবাসি কোনো শব্দ নয়
............. ঋষি
====================================
ভালোবাসি একটা গন্ধ রেশ লেগে থাকে হৃদয়ে
নোনতা হৃদয় ,ভিজে ঠোঁট।
যখনতখন বৃষ্টি
ভিজে একরাশ সমস্ত অবয়বে
হৃদয়ের দাগ।

ঠোঁট ছুঁয়ে যায়
ছুঁয়ে যায় বিশ্বাসে বৃষ্টি ব্যাকুল একটা অনুভূতি।
নামতে চাই ,ঠিক শাওয়ার বেয়ে
সারা শরীরে মিষ্টি গন্ধ।
চুপ
কোনো শব্দ নয়।
ফিসফিস
এ হৃদয়  এক গুচ্ছ গোলাপের ফুল।
সবটুকু শুষে নেব
নিঃস্ব  তুই।

ভালোবাসি একটা গন্ধের রেশ লেগে থাকা হৃদয়
বৃষ্টি আসছে ,মেঘ বেলা।
ঘনঘটা
চিরে যাওয়া বুক বিদ্যুতের অছিলায়
খুব কাছে। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...