Sunday, September 27, 2015

অন্তরমহল


অন্তরমহল
............ ঋষি
===========================================
শিকড় বাকর সব একই আছে
ভাঙ্গা কার্নিস ,খিড়কির দরজা ,শেওলা ধরা পুকুর পাড়।
শুধু  সদ্য খোলা দরজার পাল্লাটা ভাঙ্গা
জানলার ঘুনে খাওয়া কপাটে  হওয়ার দুলুনি।
সব স্বাবাভিক
শুধু তুই ছাড়া বাড়ির অন্তরমহলে ।

কেতাবি কল্পনায় তুই নাকি শুকনো পাতা
গাছের গড়িয়ে নামা গন্ধে তুই মাটি মাখা।
আসলে কি জানিস
পথিক পথ খোঁজে।
জীবন ঠিক তেমনি বাঁচার গন্ধ বারংবার
তোর শুকিয়ে যাওয়া কাব্যে।
আধুনিকতা আছে ,সভ্যতা আছে ,আছে সম্পর্ক
কলমের গাছে সদ্য ফোঁটা  ফুল।
তুই নেই
তুই তো পড়ে  থাকা  পাতা পথের উপর কাদায় মাখা।

শিকড় বাকর সব একই আছে
ভাঙ্গা কথা ,কপাট ভাঙ্গা দরজা জানলায়  ফিসফিস কিছু।
কিন্তু কি জানিস সেখানে তুই নেই
তুই তো সোজা সড়কে  শিশির ভেজা আলাপন।
কিছুটা নরম ,পবিত্র  পুজোর ফুল
কিন্তু কি জানিস সব ফুলে পুজো হয় না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...