Sunday, September 27, 2015

এক পাগলামি

এক পাগলামি
............. ঋষি
==========================================
যাদের হারবার কথা ছিল
তারা আজকাল শিয়ালদা ফ্লাইওভারে।
ট্রেনের হুইসেল শোনে
সময় আসে ,সময় যায়,সময় বদল পরম্পরা।
ভাঙ্গা গড়া আর নতুন খেলা
এক পাগলামি।

জীবন  ব্যতিক্রমী  শব্দগুলো তুলোর মতন  হওয়ায় ভাসছে
ছিটকে আসা অনাহুত আহ্বানগুলো সব অসংবিধানিক।
আয়নার মুখ
দুহাতের ফাঁকে আটকে  থাকে সময়।
প্রেমের ঠোঁট বেয়ে পোশাকি নাম
মুখোশ।
লুকিয়ে যাওয়া সময়ের অদ্ভূত স্পৃহা
নিজের  মুখ অপরিচিত সংশয়ে
এক পাগলামি।

যাদের আজ হারাবার কথা ছিল
তারা আজ নতুন জন্ম গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে।
অসংখ্য যানের  আসা যাওয়া
পোড়া  পেট্রল ডিজেলের সাথে কালি  মাখা সারা গায়ে।
অজস্র  স্পন্দন
তারা আছে ,,, এক পাগলামি।  

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...