Friday, September 4, 2015

সময়ের রূপ


সময়ের রূপ
..................... ঋষি
===============================================
সমস্ত রঙের বদল হয় 
সাত দশকের সেই পালকিতে আসা বৌয়ের সাথে। 
আজকে বেড়াল মারা দুরত্ব চারদেওয়ালে। 
বেড়াল ও যে বাঘের মাসি। 
টের পাওয়া যায়  চার দেওয়ালের খুপরিতে 
পানে ভেজানো আখরোট ঠোঁটে। 

বিতর্ক অবশ্য থাকে 
বিতর্ক বয়ে নিয়ে যায় যুগের পালে লাগতে থাকা কাগজের ঢেউ। 
চেনা গসিপ ,টুকরো টুকরো ফায়ফরমাস
জমতে থাকা গৃহস্থের শান্তি। 
লাভ আজ কাল ,আমি তুমি আর ওহি 
সির্ফ তুম হি হো
সব ঠিক আছে। 
ঠিক নেই শুধু সময়ের পালে লাগে বেবাগ চাহিদা 
প্রেম নামে ক্ষুদ্র জীবানু আজকাল রক্ত পরিবাহী। 
যোগ্যতা কি, কেন ,কখন  সে সব সম্পূর্ণতা পায় না 
সম্পূর্ণতা পায় সময়ের  শরীরে  বাড়তে থাকা যৌবন 
আর সম্পূর্ণ ফলবতী পোয়াতি প্রেম। 

বিতর্ক ছিল ,থাকবে চিরকাল 
বাঘ হয়ে দাঁড়াবে মনের দরজায় লুকোনো বেড়াল। 
তারপর যোগ্যতা ,মস্তিষ্ক নিউরনে অসংখ্য তারে জলতরঙ্গ 
মানুষ তো একলা বাঁচতে পারে না। 
আবার সম্পর্ক বাড়ার নামে সময়ের রূপ 
পুরনো গল্প ফুরিয়ে নতুন বিংশ শতাব্দীর  প্রগতি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...