Wednesday, September 23, 2015

অগোছালো সময়

অগোছালো সময়
........... ঋষি
==============================================
এখন তুই তুই নেই
আমি যে তুই কে চিনি সেই সোজা চ্যাপ্টা হাসি।
বুকের ফাঁকে উঁকি মারা ইচ্ছেগুলো
খোলা আকাশ।
জানলা আর এক মাথা চুল
সেই আমার আমিকে।

এই যে তোর বারান্দা  দিয়ে আকাশ দেখা যায়
আমার বারান্দা ঢাকা সিগারেটের ধোঁয়ায়।
সিগারেটের গোল রিঙে তোর মুখ
কেমন একটা এবরোখেবড়ো সম্পর্ক জুড়ে রাশি রাশি পাহাড়।
রূপের ঝরনা
সকাল হয় জ্যোত্স্না হারায়।
আবার একটা অন্য দিন
আমার তুমি আমার মাঝে।
একলা শহরের পথেঘাটে
বিদীর্ণ আদলে
অন্য শহর।

এখন তুই তুই নেই
আমি যে তুই কে চিনি সেই পাগলপারা চোখ।
বুকের আগুনে পুড়তে থাকা সময়ের গুন
সব শুকোয়।
জানলা খোলা বদলানো বয়েসকাট
আর অগোছালো আমি। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...