Wednesday, September 23, 2015

মরুভূমির ক্যাকটাস


মরুভূমির ক্যাকটাস 
................ ঋষি
========================================
কিছুটা তৃষ্ণা নিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে 
হাত বাড়িয়ে জীবনের নাম। 
ক্রমশ জটিল হয়ে যাওয়া সম্পর্ক ঘোর
চুপচাপ বৃষ্টি খালি পায়ে। 
মেঘের গায়ে 
ঘামের গন্ধ পোড়া বালি আর পোড়া খালি। 

তোর নাভির গন্ধে 
কীটপতঙ্গ নির্যাস জিভ বের করা ক্যাকটাস। 
আমার কিছুটা আতংক 
খানিক হারিয়ে যাওয়ার ভয় মেঘের বাড়ি। 
চুপচাপ নিঝুম রঙের কোনো সপ্ন পরীর বুকে 
মুখ ঘষি,মিষ্টি গন্ধ ,নিঃশ্বাস বন্ধ। 
তুই যদি পরী হোস
আমি তবে তৃষ্ণা নামা জিভ বের করা সমাজ। 
শরীরের রং বদলায়
অথচ তোর অবয়বে কল্পনার রং। 

কিছুটা তৃষ্ণা নিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে 
হাত বাড়িয়ে জীবনের রং। 
মশগুল কল্পনার শব্দের বাড়িঘর ,বিশ্বাস ,আশ্বাস 
তোর ঘন হয়ে ওঠা  নিঃশ্বাস।
চুপ খালি 
মরুভূমির তৃষ্ণা বুকের ক্যাকটাসে পরম  প্রেম। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...