Wednesday, September 9, 2015

কিছু বলে গেল না

কিছু বলে গেল না
................ ঋষি
==========================================
আজ সারাদিন কিছু লিখি নি
কেন জানিস।
প্রেম এসেছিল ,ঠিকানাহীন ,গোত্রহীন অনুভবের মতন
অথচ সময়ের সেই আঁকিবুঁকি।
কিছু বদলায় নি
এই ঠিকানাহীন সম্পর্কে।

রোজকার আঁকিবুকি সময়ের পরে ও আগে
জমে যাওয়া রোগ।
চায়ের কাপ ছুঁয়ে তোর ঠোঁটের উষ্ণতার
একলা থাকার ঝোঁক।
কমে নি কিছু শুধু বেড়ে গেছে
সময়ের পাতা থেকে সময় সরে গেছে।
যেমন আমি, তুই আর মুখোমুখি সময়
কয়েকশো ডেসিবেলের পৃথিবী থেকে।
আমার মতন কেউ
তোর সাথে সময় রয়ে গেছে।

আজ সারাদিন কিছু লিখি নি
কেন জানিস।
প্রেম এসেছিল ,ঠিকানাহীন ,অদৃশ্য গোপন যবনিকার মতন
অথচ সময়ের সেই কাঙ্গালীপনা।
চলে গেল প্রেম
কিছু বলে গেল না। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...