Tuesday, September 29, 2015

অনন্য অধিকার

অনন্য অধিকার
................ ঋষি
========================================
দুরন্ত কিছু প্রশ্রয়
বিকেলের ফেলা রৌদ্রকে গায়ে মেখে একলা দাঁড়িয়ে।
কেউ চাই আমি হাসি জীবনের পথে
অথচ আমাকে ফালা ফালা করে
জীবন্ত হাস্য কৌতুক।

কি শুনতে চাই
জীবন থেকে পালাবার মুখ ,নকল হাসি,
কার্পন্য জীবনের ভালোলাগাটুকু আর ভালোবাসাবাসি।
বাসি পড়ে থাকা বিছানার চাদরে
উল্টো মুখ।
সাজানো আসবাবের দেরাজে রাখা শুকনো ফুল
মানুষের ভিতরে বাস করা অন্য মানুষ ,
আত্মাকে।
স্বাগত জীবনের কবিতার হৃদয়ে
অনন্য অধিকারে।

দুরন্ত কিছু প্রশ্রয়
শেষ বেলায় শুকনো চামড়ার আবছা আলো।
চশমার কাঁচে লেগে থাকা পাওয়ারের গায়ে জীবনের ঘাম
নির্ঘাত মৃত্যু থেকে ঘুরে দাঁড়ানো জীবন
শুনি তোমায়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...