Tuesday, September 8, 2015

ঘুমিয়ে থাকা ফসিল

ঘুমিয়ে  থাকা ফসিল
................. ঋষি
=================================================

নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়াটা
প্রত্নতাত্মিক আবিস্কার।
জানি জন্মের দিকে গড়িয়ে নামা ঢেউতে কোনো তাপউত্তাপ  নেই
সবটুকু আবিস্কৃত নতুন সভ্যতার মতন।
বুকের মডেল পথ ভ্রমনে
ঘুমিয়ে  থাকা ফসিল।

মুগ্ধতা ধরে রেখে
শূন্যে সরে যাওয়া মুখগুলোর মতন।
অসংখ্য বলি পায়ের তলায় রক্তে ভেসে যাওয়া সম্পর্ক সব
ভীষণ একা কোথাও।
একলা ঘরে বন্দী হৃদয়ের পাখি
মিথ্যে ডাকাডাকি।
দাবিহীন ,অর্থহীন সম্পর্কের বাজিধরা হারজিত
হেরে গিয়েও ভালো থাকা যায়
মরে গিয়েও যেমন বেঁচে কারোর বুকে।

নিজেকে খুঁজে পাওয়া নিজেকে অনধিকার চর্চা
ভৌগলিক আবিস্কারের মতন।
ক্যাপ্টেন কলম্বাসের ডায়রির শেষ পাতায় মৃত্যুর আগে
মেনে নেওয়া সভ্যতার বৃত্তের মাঝে।
টুকরো টুকরো সম্পর্ক
ঘুমিয়ে  থাকা ফসিল।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...