Sunday, September 13, 2015

চুপ

চুপ
........... ঋষি
=============================================

কত সময় কেটে গেছে ,কত রাত
জীবন থেকে টুক করে কখন সময় চলে গেছে।
চলে গেছে সমস্ত বোঝাপড়া
ভালো লাগাটুকু।
আজকাল আকাশ থেকে জ্যোত্স্নার মতন রক্ত ঝড়ে.
ঝড়তে থাকে পুঁজ চাঁদের গায়ে
বিসমিল্লার সুর অনন্ত দিগন্ত ওই অন্ধকার আকাশে।

ও মেয়ে তোর বাড়ি কই লো ?
ওই তো পাহাড়ি সই ,খুব দূরে আরো দূরে দিগন্তরে।
ওই মেয়ে তোর বাড়িয়ে কে আছে?
আমি আছি ,সময় আছে ,আছে  ওনারা অনেকে।
কিন্তু শান্তি
সে তো নেই
সে কই ?

সিঁড়ি ভাঙ্গা অঙ্কের মতন নামতে নামতে পাহাড়ি বুকে
আজ অনেক নিচে পায়ের তলায় মাটি।
মাটির তলায় জীবন
ঘুম আসে মেয়ে  তোর,আমায় ছাড়া।
থুড়ি আরো বলবো না
শুধু সময় জুড়ে বিষাদ পাড়ায় আজ রক্তের স্রোত ,
সানাই বাজছে ,বাজছে কানে ,,,,,,, চুপ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...