Sunday, September 27, 2015

কাজল কালো চোখ

কাজল কালো চোখ
............... ঋষি
=============================================
চোখের কাজলে এক দিঘী  টলটল
কিছুটা ঐতিহাসিক মমতাজের চোখে দেখা তাজমহল।
সাত রঙা  কোনো রামধনুর কলা
আর চলা ,বলা।
কাজল কালো নয়নি তোর
প্রেম ছটফট।

প্রেমে ডুবি না আমি
আমি মধুলোভি কোনো বিষাক্ত কিট।
হুঙ্কার দি ,সমঝে যাও প্রেম হৃদয়ের ঘরে
সোজা একটা বুলেট হৃদয়ের  ভিতর আর না।
প্রেমের ডেডবডিটা রাস্তায় পরে জুলিয়েট কাব্যে
কিংবা সনাতন সিঁদুরের ফাঁকে।
বিছানার চাদরে চটকে ফেলা ঘামে
রজনীগন্ধার পচা গন্ধ।
আর না
প্লিস আর না প্রেম।

চোখের কাজলে এক দিঘী  টলটল
এগিয়ে যাওয়া শেওলা মৃত্যু আমাকে বলে কানে কানে।
আয় ডুবে যাই ,আয় আরো গভীরে
দমবন্ধ প্লিস ,একটু আয়ু দেও।
একবার ভেবে দেখি
তোর কাজল  কালো চোখ। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...