Tuesday, September 1, 2015

বিবস্ত্রতা


বিবস্ত্রতা 
............... ঋষি
==============================================
বিবস্ত্রতা কাকে বলে 
দেখেছো কখনো সময়ের  দেওয়ালে টাঙানো চেতনার বুলেটিন। 
রক্তের জলছবি ,হাতের ছাপ 
খামোকা পোশাকে তোমরা বিবস্ত্রতা দেখো
বিবস্ত্রতা দেখো না কখনো পিছনের দেওয়ালে ঠেকে যাওয়া পিঠে। 

মেয়েটা জামা খুললো কি না খুললো
সারা পৃথিবী জুড়ে ত্রাস। 
পপুলারিটি দাঁত ব্রাশ করলো কিনা হাঁড়ির খবর 
অথচ অশিক্ষার দাবানলে এগিয়ে যাওয়া সভ্যতার চাকাকে
সবাই প্রেম বলে । 
শরীরে খাঁজে আটকানো কিছুটা চাহিদাকে
সবাই প্রেমিকা বলে । 
কোথাই সভ্যতা দাঁড়িয়ে কোন নরকে
নিজের মায়ের শরীরে শুকুনের হানা ,আমরা সুস্থ নাগরিক । 
চোখ মুচকে দেখি ,দাঁতের কোনে বাসি রক্ত
ঘুম আসে না আমাদের ,ঘুমের বাহানা 
রোজকার খবরের কাগজ। 

বিবস্ত্রতা কাকে বলে 
দেখো সময়ের বুক থেকে খসে পরেছে তারা অন্ধকার আকাশে। 
বিমূর্ত কাল জুড়ে মানুষের হনন অহংকারের মতন সোনার থালায় 
থালা ফুটো ,ঝরে পরছে খিদে 
অন্ধকার সভ্যতার পথচলাকে স্বাগতম সভ্যতার ধিক্কার। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...