Sunday, September 13, 2015

গভীরে রক্তপাত

গভীরে রক্তপাত
................. ঋষি
=======================================

বুকে ছোড়া ঢুকে গেলে
গভীরে রক্তপাত।
মুখ বুজে আছি এ করুন জন্মভূমি
তোমার শরীরে ধর্ষণের চর্যাপদ।
নিস্তব্ধ অন্ধকার থেকে উঠে আসা চিত্কার
বাঁচাও কেও আছো।

দূর থেকে চিত্কার কুকুরের ছিঁড়ে খাওয়া
অন্ধকার সয়ে গেলে মুখ বুজে কোনো মূক জন্তুর মতন।
চেয়ে দেখি
মোমবাতি মিছিলে দাঁড়িয়ে ধর্ষিত জন্মভূমি।
বেশ পাগলাটে লাগে এই প্রতিবাদ
নাকের নথে পুরে দেওয়া বারুদ।
ফাটছে আওয়াজ আসছে
বারুদের গন্ধে নাকে রুমাল চাপা রক্তের গন্ধ।
আর রুমালে পোশাকি কৃত্রিমতা পারফিউমের নষ্টামি
সব নষ্ট ,সব গন্ধ ,পচা গন্ধ।

বুকে ছোড়া ঢুকে গেলে
গভীরে রক্তপাত।
যারা গেলো ,তারা গেলো ,পবিত্র ধর্মভূমি
পবিত্র ঈশ্বরের দরজার কলিংবেলে বারংবার আঙ্গুল করে।
একে অপরের দিকে
আসলে নিজেকে প্রশ্ন করি ঈশ্বরের স্থবিরতায়। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...