Thursday, September 24, 2015

অপেক্ষার বৃষ্টি

অপেক্ষার বৃষ্টি
............... ঋষি
===========================================
অপেক্ষার কুরবানি  যদি  চাস
শোন  আকাশ আজ তুমুল বৃষ্টি হোক।
নির্ভিক যন্ত্রণা বুকে মেঘেদের কলরব
আয় বৃষ্টি ঝেঁপে।
একটা মেয়ে ভিজছে  একা ,,ভীষণ  একা
জীবন দেবো  মেপে।

ক্রমশ প্রগতীর  দিকে
এগিয়ে যাওয়া জীবনের হুঙ্কার।
কলমের কালি  রক্ত গঙ্গার মতন সাদা পাতায়
শুকনো রজনীগন্ধা বারংবার ফিরে যায়।
প্রেম চাই
প্রেম দেও।
সে কি ঔরসজাত জন্মের মতন পুজোর ফুল
বোবা ঈশ্বরের পায়ে প্রনতি।
না জানা যন্ত্রণা
ও মেয়ে বৃষ্টি আসছে রে মন্দির গুছিয়ে রাখ নিজের ভিতর
মনের ভিতর।

অপেক্ষার কুরবানী যদি চাস
তবে শোন  আকাশ আজ বৃষ্টি আসবে।
নির্ভিক বুক চিরে বিদ্যুত বয়ে যাবে বহুদূর
মেয়েটা দাঁড়িয়ে কোনো ছায়ার আড়ালে ,,, একাকী।
শোন  মেয়ে আমি আছি তোর  অভিমানে ,আমার কলমে
জীবন্ত কোনো বৃষ্টির শব্দে। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...