Tuesday, September 29, 2015

বিন্দাস জীবন

বিন্দাস জীবন
................... ঋষি
=================================================
একটা স্পর্শ খুঁজে পাই
নোনতা একটা স্বাদ লেগে গেছে জিভে।
আমি তোকে খুঁড়ে তোর স্কেলিটনে আঁকবো জীবন
একবার ,একবার  ,
তুই যদি আমার হোস
সবটুকু না হয় পোড়া ছাই ,,আর কি বিন্দাস জীবন চাই।

বেশ এতটুকু রাখ
মধ্যরাতে আলপিন ঢুকে যাক বুকে তোর তলপেটে।
আজন্ম যন্ত্রণা
নতুন জন্ম প্রেম কোনো অভিষেকের মতন রুপোলি মোড়কে।
রাংতা ছেড়ে সে নিক যিশুর মুকুট
প্রার্থনা সে যেন কাঁটার হোক।
আর শরীর সে হোক জোত্স্নার মতন পরম প্রিয়
বিছানার চাদরে ভিজে যাওয়ার শোক।
আর ইচ্ছায় জাগুক না ঘুমোনো চোখে
প্রেমের মতন অঙ্গীকারে।

একটা স্পর্শ খুঁজে পাই
হারিয়ে যাওয়া রোমন্থনে ক্রমাগত সুখের আয়নায় নিজের মুখ।
চার দেওয়ালে আড়ালে রাখা যন্ত্রণা
মুক্ত হোক নীল আকাশ ,মুক্ত হোক জীবন ,আমৃত্যু সুখ।
যদি একবার তুই আমার হোস
তবে সবটুকু জীবন চাই ,,,তোর ঠোঁটে বিন্দাস কল্পনায়। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...