Sunday, September 27, 2015

লুকোনো বেডশিট

লুকোনো  বেডশিট
................. ঋষি
====================================
আমি শরীর দেখি
দেখি লেপ্টে থাকা শাড়িতে  ভিজে তোকে।
আমার থার্মোমিটারে পারদ বাড়ে
বাড়ে  না আকাশে মেঘ।
এখানে বৃষ্টি হয় আমার শহরে
শহর ভেজা পচা দুর্গন্ধ শরীরের প্রতি ভাঁজে।

নিঃঝুম  কোনো দুপুরবেলা
শীতল বালিশটা  বুকে টেনে নি খুব কাছে।
আরো কাছে তোর শরীর শরীর গন্ধ
মনটা খুঁজি পাই না।
তাই আবার হারায় ঘুমের ঘোরে  পায়ে চলা ফোস্কায়
আমার শহরের তখন শোরগোল।
ব্যস্ত দোকানির ফর্দে জমতে থাকা লোভ
আমি তখন ক্লান্ত ঘুমে বুকের ভিতর।
আমার প্রেম হারানোর শোক
তাইতো আজকাল আমি শুধু শরীর দেখি।

আমি শরীর দেখি
দেখি শরীরের ভেজা হৃদপিন্ডের ধুকপুক।
শুনতে পারছিস আমার শহর  জুড়ে চিত্কার
এ  শহরে প্রেম নেই ,সব মায়া ,সব নকল।
এ শহরে কেউ জীবিত নয় ,সব সাজানো ,জবরদখল
শহর ভেজা প্রতি কোনে  লুকোনো বেডশিট। 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...