Tuesday, September 29, 2015

লুকোনো পাসওয়ার্ড

লুকোনো পাসওয়ার্ড
.......... ঋষি
======================================
তুই তো নেই সেখানে
তবু আমার পাসওয়ার্ডে কোথাই যেন তুই আছিস।
যেমন করে সকাল আসে
সন্ধ্যেতে বদলায় সময়ের প্রস্ফুরিত হাসি।
তারপর ঘুম তুই তোর মতন কোথাও
নিশ্চিন্তে শহরের কোনে।

আমি শহর বলতে বুঝি স্মৃতি
ডার্করুমে জমতে থাকা ছবিদের স্কেলিটনে।
অসংখ্য টুকরো টুকরো মুহূর্তরা হৃদয়ের কোনে
তোর হাসিমুখ।
গড়িয়ে নামা কাজলে ভিজে নোনতা মায়া
ছলছলে চোখ।
মুহূর্তরা জমতে থাকা চেতনায় নক্সী কাঁথায় সুঁচ সুতোর
একের পর এক ফোঁড়।
সময় কেটে যায়
কিন্তু  কেটে যাওয়া সময়ের পারে না ফোরানো  তুই।

তুই তো নেই সেখানে
তবু পুরনো ম্যাগাজিনের পাতায় তোর মতন কত।
বুলেটের বারুদে উদান্ত যৌবনের পাখি
আগুন জ্বলছে ,,ঝলসানো পাখিদের মাংস ,,শরীরে।
আমার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোথাও
তোর দাঁতের দাগ।

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...